অনলাইন ডেস্ক:
এবার বালতির ভেতরে বিশেষ কৌশলে নিয়ে যাওয়ার সময় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ। একইসঙ্গে ইয়াবা বিক্রেতা আফজাল হোসেন প্রকাশ টিটুকেও (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।
আফজাল মাদারিপুর জেলা শিবচরের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। সে থাকে ঢাকার মতিঝিলের আরামবাগ এলাকায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে আফজাল শীততাপ নিয়ন্ত্রিত গ্রীণ লাইনের বাসে করে ঢাকায় যাচ্ছিল। সে একজন পেশাদার ইয়াবা বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় নেয়া হয়।
‘প্লাস্টিকের একটি বালতি আকেটি বালতির উপর বসিয়ে বিশেষ কৌশলে আফজাল ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। সে প্রায়ই ইয়াবা সংগ্রহ করে টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যায়। ’ বলেন ওসি।
এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
পাঠকের মতামত