১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
আব্দুস সালাম, টেকনাফ:: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে ...
অনলাইন ডেস্ক:
সলোমন দ্বীপপুঞ্জে সোমবার পর পর দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমবার রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এবং পরে ৫.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। প্রথমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিট ১৪ সেকেন্ডে ৬.৯ মাত্রার আঘাত হানে। এরপর ১০টা ২৪ মিনিটে আবার ৫.৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
প্রথমবারের ভূকম্পনের কেন্দ্র ছিল সলোমন দ্বীপপুঞ্জ থেকে ১৭৩ কিলোমিটার দক্ষিণে দাদালির ১০ কিলোমিটার গভীরে। এরপর ১০টা ২৪ মিনিটে সলোমন দ্বীপপুঞ্জের গিজো থেকে ১৮১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে প্যাসেফিক সুনামি সতর্ক কেন্দ্র জানাচ্ছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো সতকর্তা জারি করা হয়নি।
পাঠকের মতামত