সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৯০ বোতল ফেনসিডিলসহ মঞ্জুয়ারা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার বিকেলে উপজেলার ঝাজিরা গ্রামে অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
র্যাবের মিডিয়া উইং জানায়, অভিযানে অংশ নেয় র্যাব ১৩- এর ক্রাইম প্রিভেনশন কম্পানি ১- এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। এতে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসএসপি দোলন মিয়া। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আমিনুল, মকবুল এবং মোকছেদুল পালিয়ে যান। এ সময় মঞ্জুয়ারাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মঞ্জুয়ারাকে ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।
পাঠকের মতামত