প্রকাশিত: ০৯/০৮/২০১৫ ১০:২৯ অপরাহ্ণ

hsc-result_154358
এম.এস রানা ॥

এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে উখিয়ার দুইটি কলেজে গড় পাশের হার ৫৫.৫৭%। তার পুরো উপজেলা জুড়ে এ+ এর সংখ্যা শূণ্য। ফলাফল পর্যালোচনা করে জানা যায়, উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীট উখিয়া কলেজে ৪১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ ১৯১ জন পাশ করে। বাকী ২২৫ জন ফিল করে। তার মধ্যে মানবিক শাখা থেকে ১৭৬ জন অংশ গ্রহণ করে পাশ করে ১০২ জন, ব্যবসায় শাখা থেকে ১৩৮ জন অংশ গ্রহণ করে ৮৯ জন এবং বিজ্ঞান শাখা থেকে মাত্র ৫ জন অংশ গ্রহণ করে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এছাড়া উখিয়া কলেজের বিএম শাখা থেকে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭জন পাশ করে। উখিয়া কলেজের এবারের পাশের হার ৪৫.৯১%। তবে উখিয়া কলেজের বিএম শাখায় ৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭ জন পাশ করে।

অন্যদিকে উপজেলার অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ বরাবরেই মতই ফলাফলের ঐতিহ্য ধরে রেখেছে। বঙ্গমাতা কলেজে ৩৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২২৪ জন। তার মধ্যে মানবিক শাখা থেকে ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৪২ জন, ব্যবসায় শাখা থেকে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮১ জন, বিজ্ঞান শাখা থেকে মাত্র ২জন অংশগ্রহণ করে পাশ করেছে ১জন। বঙ্গমাতা কলেজের পাশের হার ৬৬.৬৭%। উখিয়া উপজেলার দুইটি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৭৫২জন, তার মধ্যে উত্তীর্ণ হয় ৪১৫ জন শিক্ষার্থী।

বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতই আমরা জেলা ফলাফলে এগিয়ে রয়েছি। তবে দেশের সর্বদক্ষিণের একটি নারীশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্যকে কাজে লাগিয়ে শিক্ষার্র্থীদের ভবিষ্যৎতের কথা চিন্তা করে আমার কলেজের শিক্ষকদেরকে পাঠদানে মনোযোগী হওয়ার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করতে বলা হয়েছে। আশা করছি আগামীতে আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজ্ঞান শিক্ষায় আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি। তবে এতদঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বিজ্ঞান শিক্ষায় মনোনিবেশ হওয়ার জন্য উদ্ভোদ্ধ করার পরিকল্পনা করয়েছে বলে তিনি জানান। এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে আলিম পরীক্ষায় এবারে উখিয়ার রুমখাঁপালং আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। ৪৮ পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাশ করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখেছে। তৎমধ্যে ২০জন এ, ২৫ এ মাইনেস ও বি পেয়েছে ১ জন।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...