১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
আব্দুস সালাম, টেকনাফ:: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি মাছ ধরার ট্রলারসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে ...
csb24.com::
বাংলাদেশে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে ‘ভয়াবহ’ এসব অপরাধ কর্মকা- এবং বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা চর্চার ওপর এর প্রভাবের ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। নিলয় এবং বাকি ব্লগারদের হত্যাকা-ে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে তাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়ার আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুন। একই সঙ্গে সব বাংলাদেশী যাতে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্য সকল মানবাধিকার শঙ্কাহীনভাবে চর্চা করতে পারেন, তা নিশ্চিতেও সরকারের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত