প্রকাশিত: ০৯/০৮/২০১৫ ৩:২৭ অপরাহ্ণ
ঈদগাঁওর অর্ধডজন মামলার আসামীকে মামলা গোপন করে কোর্টে চালানের অভিযোগ

zahangir_sontrasi-kalirchara-
সেলিম উদ্দিন, ঈদগাঁওধ

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে গ্রেফতার ডাকাতি হত্যাসহ অর্ধডজন মামলার আসামী জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলমকে মামলা গোপন করে কোর্টে চালানের অভিযোগ ওঠেছে।

জানা গেছে, সন্ত্রাসী জাহাঙ্গীর জিআর ১২৯/৯৭, ২৬০/২০৩, এসটি ৮০/২০৬, এসটি ১২৭/০১, এসটি ১২৪/৯৮, এসটি ৩২/৯৯সহ বেশ কয়েকটি মামলার আসামী। কিন্তু গত শনিবার তাকে আদালতে উপস্থাপনের সময় সব মামলা দখানো হয়নি। জামিনযোগ্য মামলাগুলোতে তাকে আসামী দেখানো হয়।

এসব মামলার বাদীরা জানান, তাকে পার পাইয়ে দেয়ার জন্য পুলিশই কাজ করছে। গতকাল শনিবার আদালতে দেখানো মামলার মধ্যে ২টি খারিজ ও একটির এজাহারে তার নাম নাই। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা দরকার। তবে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া বলেন, আমাদের হাতে থাকা একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তার তথ্য আমাদের জানা নেই। এখানে মামলা লোকানোর কিছু আমরা দেখছিনা। গত ৭ আগষ্ট শুক্রবার সকাল ১০টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া চরপাড়া থেকে সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রেফতার হন। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ কালু প্রকাশ হাড্ডি কালুর পুত্র। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর ডাকাতি মামলায় আসামী হয়ে দীর্ঘ ১৫ বছর সৌদি আরব আত্মগোপনে ছিল। ফিরে এসে সে আবারো বিরোধে জড়িয়ে পড়ে। তার অপকর্মের সহযোগি হিসাবে নিজ ভাই মনজুর আলম, হালাপুতু এবং কালিরছরা এলাকার কালুমেস্ত্রীর ছেলে এনামুল হক কাজ করেন। বিভিন্ন মিশনে নিরাপদ ব্যক্তি হিসাবে তাদের ব্যবহার করেন। এছাড়াও তার বাহিনীতে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরাও রয়েছে বলে স্থানীয়রা জানায়। স্থানীয় অধ্যাপক মৃত বেলাল উদ্দীনের পরিবারের সাথে তার পরিবারের বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর মৃত বেলালের স্ত্রীর জমি জোর পূর্বক দখলে নিতে সম্প্রতি নানা প্রচেষ্টা চালায়।

পাঠকের মতামত

  • ২০ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিপিজেএফের
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...