
সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের পোকখালীতে কৃষক সমাবেশে বক্তারা বলেন, নাইক্যংদিয়ার রাবার ড্যাম পোকখালীর কৃষকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারা কৃষকদের অপূরণীয় ক্ষতির জন্য রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির দূর্নীতিকে দায়ী করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় মুসলিম বাজার চত্ত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার কৃষক মুসলেম উদ্দিন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এতে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন শামশুল আলম, লাল মিয়া, সোনা মিয়া প্রমুখ।
তারা দুঃখের সাথে সাম্প্রতিক বন্যা ও প্রবল বর্ষণে বৃহত্তর পোকখালীর কৃষি খাতের যে বিশাল ক্ষতি সাধিত হয়েছে তা তুলে ধরেন। একই স্থানে ‘কৃষক ভাইদের দায়ভার কে নেবে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহবায়ক কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনার প্রধান অতিথি ছিলেন স্থানীয় শিক্ষবিদ অধ্যাপক ফিরোজ আহমদ।এতে এলাকার ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পোকখালীর নাইক্যংদিয়ায় নির্মাণাধীন রাবার ড্যামের পূর্বপার্শ্বে ওয়াপদার রাস্তা ভেঙ্গে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষি খাতের প্রচুর ক্ষতি সাধিত হয়েছে। যা পূরণ হতে অন্তত ৫ বছর সময় লাগতে পারে। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রতিনিধিসহ কেউই এ পর্যন্ত কৃষক ভাইদের ক্ষতি পোষাতে এগিয়ে আসেননি। এতে করে স্থানীয় কৃষক পরিবারে চলছে চরম হাহাকার। দুঃচিন্তা ও অশ্চিয়তা ভর করেছে তাদের জীবনে। কৃষক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পাঠকের মতামত