
খেলার খবর।
সাফ অনুর্ধ্ব ১৬ চ্যম্পিয়ন শিপ-২০১৫ এর তৃতীয় আসর সিলেট জেলা স্টেডিয়ামে রোববার বিকেল ৫টায় ভারত-শ্রীলঙ্কার লড়াই দিয়ে শুরু হচ্ছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের অন্যতম এ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। ১৮ আগস্ট ফাইনাল ম্যাচে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন।
আগের দুই আসরেরই স্বাগতিক ছিল নেপাল। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান অনুর্ধ্ব ১৬ দল।
সিলেট জেলা স্টেডিয়ামে ভারত-শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সবগুলো ম্যাচই হবে সিলেট জেলা স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে সিলেটে পৌঁছেছে দলগুলো। শনিবার সংবাদ সম্মেলনে ভারত ও শ্রীলংকা দলের কোচ জানান জয়ের ব্যাপারী আত্মবিশ্বাসী তারা।
শ্রীলংকা অনুর্ধ্ব ১৬ ফুটবল দল প্রধান কোচ মোহাম্মদ রুমি বলেন, ভারতের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেমিফাইনালে খেলতে চাই। জের জন্যই আমরা মাঠে নামবো।
ভারত অনুর্ধ্ব ১৬ ফুটবল দল সহকারী কোচ বিবিয়াওনো ফারনান্দেজ বলেন, আমরা আলাদা করে কিছু ভাবছি না। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে যাওয়া।
বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা মাঠে নামবে ১১ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলংকা। এছাড়াও গ্রুপে জুনিয়র টাইগারদের আরেক ম্যাচ প্রতিবেশী ভারতের সঙ্গে ১৩ আগস্ট। অনুর্ধ্ব ১৬ ফুটবলের এ টুর্নামেন্টে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।
পাঠকের মতামত