
প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে “শোকে নয় দ্রোহে জ্বালো জীবন মশাল” প্রতিপাদ্যে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে। ৭ আগষ্ট দিনব্যাপী কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়। সকালে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর স্বতস্ফুর্তভাবে ছাত্র, যুবকসহ নানা শ্রেণীর পেশার শতাধিক মানুষ সেচ্ছায় রক্ত প্রদান করেন। সেচ্ছায় যারা রক্ত প্রদান করেছেন তাদের প্রত্যেককে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদ এবং মেডিসিন ক্লাবের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। রক্তদান কর্মসূচি শেষে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল স্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সমাজ হৈতিষী কার্যক্রম অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ৯ আগষ্ট বিকাল ৩ টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে লালদিঘীরপাড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হবে। উক্ত আলোচনাসভায় ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় এবং সাধরাণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
পাঠকের মতামত