প্রকাশিত: ২৮/০৭/২০১৫ ১১:১৭ অপরাহ্ণ

image_246772.saka-chou1
অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল আবেদনের রায়কে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রিজার্ভে রয়েছে শিল্প পুলিশ, এপিবিএন, স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি সদস্যরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি জানান, সাকা চৌধুরীর আপিল আবেদনের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নগরীতে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে নগরীতে টহল জোরদার করা হয়েছে। এ ছাড়াও পুলিশ সদস্য রিজার্ভ থাকবে, প্রয়োজনে তাদের নামানো হবে।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ রায়ের আগে ও পরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কয়েকটি থানা বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, ভূজপুর, হাটহাজারী, বোয়ালখালী, সাতকানিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ সব এলাকায় পুলিশের স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স ও টহল ফোর্সও মোতায়েন থাকবে।

বাড়তি নিরাপত্তা হিসেবে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে শিল্প পুলিশ ও এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) প্রস্তুত রাখা হয়েছে। কোথাও নাশকাতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তাদের মাঠে নামানো হবে। পরিস্থিতি বিবেচনায় বিজিবিও প্রস্তুত থাকবে। এরই মধ্যে এ মামলায় সাক্ষীদের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...