ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
ইতির পাশে হিউম্যান রাইটস ডিপেন্ডিং ফোরাম
-প্রজ্ঞানন্দ ভিক্ষুঃ
উখিয়ার গৃহবধূ ইতি নির্যাতনের ঘটনার প্রায় সাত দিনে অবশেষে উখিয়া থানার পুলিশ ইতির পরিবারের মামলা গ্রহণ করেছেন। আজ সকালে উখিয়া থানার পুলিশের একটি দল কক্সবাজার সদর হাসপাতালে এসে সেভ ক্রাইসিস সেন্টারে ইতির সাথে কথা বলেছেন।
উখিয়া থানার এস আই আবুল কালাম জানান, ‘ইতির বাবা বিদর্শন বড়ুয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু
নির্যাতন আইনের ৭/৯(১)/৩০ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’। এদিকে হিউম্যান রাইটস ডিপেন্ডিং ফোরাম নামের একটি মানবাধিকার সংগঠন আক্রান্ত ইতির পাশে দাঁড়িয়েছে। হিউম্যান রাইটস ডিপেন্ডিং ফোরাম কক্সবাজারের আহবায়ক আইনজীবি তপু বড়ুয়া জানান,‘হিউম্যান রাইটস ডিপেন্ডিং ফোরাম ইতিকে সব ধরণের আইনী সহযোগীতা দেবে’।
পাঠকের মতামত