প্রকাশিত: ১০/০৭/২০১৫ ২:৫১ অপরাহ্ণ

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয় রাজাকারকে অবশেষে তদন্ত সংস্থার ধানমন্ডির সেফহোমে নিয়ে আলাদা আলাদাভাবে মোট চারদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইবুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আনা আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানা গেছে। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও তুরিন আফরোজ।

সূত্রে জানা যায়,মহেশখালী উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বমোট ১৯ জন আসামি হলেও এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন এলডিপি নেতা কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি সালামত খান উল্লাহ খান ওরফে ‘পঁচাইয়া রাজাকার’, বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া, জিন্নাত আলী, মৌলভী ওসমান গণি, নুরুল ইসলাম, শামসুদ্দোহা ও বাদশা মিয়া।এর মধ্যে শামসুদ্দোহা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ মামলায় সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পলাতক রয়েছে গড়ফাদার মৌলভী জাকারিয়া সিকদারসহ ১২ জন। সুচতুর মৌলভী জাকারিয়া সিকদার সড়ক পথে কৌশলে ভারত ও পাকিস্তান হয়ে বর্তমানে সৌদী আরবে অবস্থান করছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সরজমিনে মহেশখালী এসে তিন জন গ্রেফতারকৃত সালামত খান,মোহাম্মদ রশিদ মিয়া ও মৌলভী জাকারিয়া সিকদারের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সরজমিনে মহেশখালী এসে তদন্ত করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা আরো ১৯ জনের রাজাকারের নাম পান বলে জানান। তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে জানান।

পাঠকের মতামত

  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
  • হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...