নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতন মামলায় রামু থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ প্রশংসনিয় কাজটি করেছেন রামুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মজিদ। ঘটনার বিবরণে জানা যায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকার মরহুম হাজী আব্দুল গফুরের পুত্র ছুরত আলম গত ২৯ শে জুন অফিসার ইনচার্জ রামু থানা বরাবরে একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন ২৮ শে জুন তার মেয়ে আয়নুর নাহার আমার বাড়ী হতে বেলা ১২ টার সময় তার স্বামীর ঘরে গিয়ে ঘরের দরজা খুলে দেখে তার ব্যবহৃত টিভি, ফ্রিজ এবং ঘরের রক্ষিত দেড় ভরি ওজনের স্বর্ণলংকার কে বা কারা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আমার মেয়ে নজিবুল আলম ও মোঃ আজিমের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে তারা আমার মেয়েকে অকত্য ভাষায় গাল মন্দ করেন এবং শারীরিকভাবে নির্যাতন, কিল, গুষি, লাতি মেরে সর্ব শরীরে মরাতœকভাবে ফুলা ও তেথলানো জখম করেন এবং তার গায়ে প্রায় ৭ ভরি ওজনের হাতের বালা, কানের দুল, গলার চেইন স্বর্ণলংকার কেড়ে নিয়ে ফেলেন। আমার মেয়ে প্রাণের ভয়ে শ্বশুর বাড়ী থেকে চলে আসতে চাইলে মোঃ আজিম জোর পূর্বক সি.এন.জি হতে নামিয়ে আবারো শারিরীক নির্যাতন করেন। এ বিষয়টি মোবাইল ফোনে আমার মেয়ে আমাকে অবহিত করলে আমার মেয়ে এবং আমার নাতনী আফছানা আলম ছাফা (৬) ও নাতি আহম্মদ হোসেন সাঈদ (০২) কে জোর পূর্বক অপরহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত সংবাদ পেয়ে আমি সন্ধ্যা ৭ টার সময় আমার মেয়ের শ্বশুর গিয়ে মেয়ে এবং নাতি নাতনীদের দেখতে না পেয়ে নজিবুল আলম ও মোহাম্মদ আজিমের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে তারা আমাকে আক্রমন করতে আসে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও গন্য মান্য ব্যক্তিবর্গের নিকট অবহিত করে তাদের পরামর্শক্রমে আমার অপহৃত মেয়ে ও নাতি নাতনীদের উদ্ধার এবং আইনগত প্রতিকার পাওয়ার নিমিত্তে আসামীদের বিরুদ্ধে রামু থানায় এজাহার দায়ের করি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তাৎক্ষনিক গুরুত্বের সহিত বিবেচনায় নিয়ে এস.আই নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান ঘটনাস্থল ফতেঁখারকুল ৪নং ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার মৃত নজির হোছনের নজিবুল আলম প্রকাশ পুতিয়া ও মোঃ আজিমকে গ্রেফতার করেন। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে রামু থানার মামলা নং চৌদ্ধ তারিখ ২৯/০৬/২০১৫ দ্বারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত/০৩ এর ৭/৩০ ধারায় নিয়মিত মামলা রুজু করেন।
প্রকাশিত: ০১/০৭/২০১৫ ৮:৫৭ পূর্বাহ্ণ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
পাঠকের মতামত