ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
অনলাইন ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
এর আগে এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্য বাতিল চেয়ে খালেদা জিয়ার পক্ষে নিম্ন আদালতে আবেদন করা হয়েছিল। খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য নেয়া হয়েছে এ কারণ দেখিয়ে ওই আবেদন করা হয়। আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ওই আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। হাইকোর্টে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
পাঠকের মতামত