সব্জীব দোকানে জরিমান ওজনে সঠিক ও মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ
আবুল বশর পারভেজ, মহেশখালী,কক্সবাজার :
মহেশখালীর গোরকঘাটা বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর অভিযান সব্জীবর দোকানে জরিমানা । সকল ব্যবসায়ীদের ওজন সঠিক প্রদান ও দ্রব্য মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সর্তক করেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের এর নির্দেশে মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নোমান হোসেন ১৯ জুন সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলার প্রাণ কেন্দ্র গোরকঘাটা বাজার এলাকায় পবিত্র মাহে রমজানে বাজারে প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেন।
সকালে অভিযান কালে এক সব্জীর দোকানদাকে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ৫শত টাকা, অন্য একজন সব্জীর আড়ৎদার কে ১হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নোমান হোসেন জানান উপজেলার প্রতিটি বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোন অসাধু ব্যবসায়ীরা যেন বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য স্ব-স্ব বাজার পরিচালনা কমিটির সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার এস আই তাজুল ইসলাম সহ পুলিশের সঙ্গীয় পোর্স।
পাঠকের মতামত