
শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজারের আলোচিত গডফাদার শামসুল আলম ওরফে সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ১৩ জুন ভোর রাত সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল নিজাম থেকে এ শীর্ষ মানবপাচারকারী গডফাদারকে গ্রেফতার করে। উখিয়া জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ির ইসলাম মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়া, টেকনাফ ও রামুর অন্তত ৭০ জন গডফাদার রয়েছে। এদের মধ্যে ধলু হোছন নামে এক গডফাদার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। কক্সবাজার-থাইল্যান্ড ভিত্তিক মালয়েশিয়ায় মানবপাচারের অন্যতম গডফাদার হিসেবে সে নিয়মিত সাগর পথে মানবপাচার করে আসছিল। পুলিশ ধরপাকড় ও ক্রস ফায়ার অভিযানের ভয়ে এলাকা ছেড়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যায়। উখিয়া থানা পুলিশ উক্ত মানবপাচারকারী শামশুল আলম সোহাগকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বার বার পালিয়ে গেলেও চট্টগ্রামের পুলিশের জালে গতকাল শনিবারে আটকা পড়ে মানবপাচারকারী সোহাগ। থানা সূত্র জানা গেছে, শামশুল আলম সোহাগের বিরুদ্ধে উখিয়ায় থানায় ৪টি, রামু থানায় ২টি, টেকনাফ থানায় ২টি ও চকরিয়া থানায় ১টি মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ধৃত মানবপাচারকারী গডফাদার শামসুল আলমের বিরুদ্ধে সেন্ট্রাল মামলা রুজু করা হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে শীঘ্রই তার নিজ এলাকা কক্সবাজারে নিয়ে আসা হবে। সে উখিয়া উপজেলা যুবদলের সক্রিয় নেতা বলে জানা গেছে।
পাঠকের মতামত