ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
আবদুর রাজ্জাক,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় জেলা গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে তালিকাভুক্ত পলাতক প্রথম শারীর তিনজন যুদ্ধপরাধীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানর চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,মহেশখালী পৌর এলাকার মৃত লাল দিয়ার পুত্র ম্যে: ওসমান গণি(৬৫),ছোটমহেশখালী ইউনিয়নেরর মৃত আলী মিয়া দালালের পুত্র ম্যে:-নুরুল ইসলাম(৬০) ও বড় মহেশখালী মধুয়ার ডেইল এলাকার মৃত মীর আহমরেদর পুত্র ম্যে:-জিন্নাহ(৭০)।
জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থ্রা(ডিবি) একদল সদস্য বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা উপজেলার পৌরসভা,ছোটমহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নে অভিযানি চালিয়ে যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত পলাতক তালিকাভুক্তৃত ১৬ জনের মধ্যে ম্যে: ওসমান গণি (৬৫) পিতা”-মৃত লাল মিয়া, ম্যে:-নুরুল ইসলাম(৬০) পিতা;- মৃত আলী মিয়া দালাল ও ম্যে:-জিন্নাহ(৭০)পিতা:-মৃত মীর আহমদকে গ্রেফতার করে। এদিকে অভিযান পরিচালনার খবর আগাম ফাঁস হয়ে যাওয়ায় অন্যান্যরাপালিয়ে যায় বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আর্ন্তজাতিক যুদ্ধপরাধী বিশেষ ট্রাইবুনালে আদালতের বিচারক যুদ্ধপরাধী মামলায় ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
উল্লেখ্য তালিকাভুক্তৃত ১৬ জন যুদ্ধপরাধীর মধ্যে মুল গড়ফাদার মৌলভী জকরিয়া বর্তমানে সৌদিআরবে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত