কক্সবাজার প্রতিনিধি ॥
আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার কাছে জমা পড়েছে কক্সবাজার সদর উপজেলার প্রথম অভিযোগ। সদরের খরুলিয়া দরগাহপাড়ায় ১৯৭১ সালে সংগঠিত যুদ্ধাপরাধের ঘটনা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য সংস্থার চেয়ারম্যান/সচিব বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন যুদ্ধকালীন সময়ের ক্যাপ্টেন আবদুস সোবহানের সহযোগি ও দরগাহ পাড়ার মৃত আবদুল জব্বারের পুত্র আওয়ামীলীগ নেতা আবুল কাশেম। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন-মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছিল খরুলিয়া পূর্ব মোক্তারকুল দরগাহ পাড়ার মৃত গোলাম হোসেনের পুত্র কবির হোসেনসহ ৬ জন। এদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৫ মে সকাল আনুমানিক ১০ টার দিকে দরগাহ পাড়ার মৃত আবদুল হাকিম, খলিল মিয়া, বদরুজ্জামান, ঠান্ডা মিয়া, গুরা মিয়া, মুফিজুর রহমান, আশরফজ্জামান, আব্দুল জব্বার ও দানু মিয়াসহ অসংখ্য মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
প্রকাশিত: ২১/০৪/২০১৫ ৪:৪৮ অপরাহ্ণ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
পাঠকের মতামত