নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্মরত বহুল আলোচিত ডাঃ আব্দুস ছালামের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল ১৫ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন মুরাদ এর বিচারিক আদালতে বন মামলায় বহুল আলোচিত ডাঃ আব্দুস ছালামের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এ ছাড়াও বন ভূমি জবরদখল, বন ও পাহাড় কাটার অভিযোগে কক্সবাজার দক্ষিন বন বিভাগে ৭টি ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরে ১টি মামলা রয়েছে বহুল আলোচিত ডাঃ আব্দুস ছালামের বিরুদ্ধে।
কক্সবাজার দক্ষিন বন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার দক্ষিন বন বিভাগের ঝিলংজা মৌজার আর.এস ৭৪২৮ নং দাগের ২০১১-২০১২ সনের সামাজিক বনায়নের চারা কেটে প্রায় ২০ শতক বন ভূমি জবরদখল করে বহুল আলোচিত ডাঃ আব্দুস ছালাম। ২০১৩ সালের জুন মাসের প্রথম সপ্তায় ওই বন ভূমিতে বাউন্ডারি ওয়াল ও বসত ঘর নির্মান করে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে সিআর নং-৪৫/১৩ (পিওআর নং-৮/ঝিল-৫৮/কক্স) অব ২০১২-২০১৩ তারিখ- ১০/০৬/২০১৩ ইং বন মামলা দায়ের করা হয়।
কক্সবাজার দক্ষিন বন বিভাগের বন মামলা পরিচালক ব্রজ গোপাল রাজবংশী জানান, বন বিভাগের পক্ষে তিনি গতকাল ওই মামলাটি পরিচালনা করেছেন। মামলার বিবাদী ডা. আব্দুস ছালাম ২০১৩ সালের ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রতিবন্ধীদের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ছিলেন মর্মে আদালতকে জানিয়ে সময় ক্ষেপন করে। এর সপক্ষে কোন প্রমানাদি দেখাতে ব্যর্থ হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন মুরাদ এর বিচারিক আদালতে বিবাদী ডাঃ আব্দুস ছালামের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলাটি এখন থেকে নিয়মিত মামলা হিসাবে বন আইন- ১৯২৭ ্র আওতায় চালু হল।
পাঠকের মতামত