
অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে দন্ডিত কামারুজ্জামানের ফাঁসির রায়ের কপিতে বিচারকদের সই না করার কোন কারণ দেখেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, আশা করি, আপিল বিভাগের বিচারপতিরা দ্রুত সই করবেন। মঙ্গলবার সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীসহ নতুন করে সংবিধানের প্রিণ্ট করার দাবি জানান তিনি। বলেন, দ্রুত আমব্রেলা আইন কার্যকর করতেও আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাই। এছাড়া উচ্চ আদালত ও নিম্ন আদালতের বিচারকদের বয়সের বৈষম্য কমিয়ে আনতে নিম্ন আদালতের বিচারকদের বয়স বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। তিনি বলেন, বর্তমানে উচ্চ ও নিন্ম আদালতে বিচারকদের বয়সের ক্ষেত্রে বড় বৈষম্য রয়েছে। অবিলম্বে এই বৈষম্য দূর করতে হবে।
প্রসঙ্গত, উচ্চ আদালতের বিচারকদের বয়স ৬৭ বছর। এদিকে নিন্ম আদালতের বিচারকদের বয়স ৫৯ বছর। এক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুই আদালতের বিচারকদের বয়স সমান না হলেও অন্তত কয়েক বছর বাড়ানো উচিত। উচ্চ আদালত ও নিন্ম আদালতে মামলা জট সম্পর্কে তিনি বলেন, দুই কোর্টে মামলা জট রয়েছে। যেভাবে মামলা জট রয়েছে এভাবে চলতে থাকলে আগামী ১০ বছরে ৫৮ লাখ মামলা জট দেখা দেবে।:মানবজমিন
পাঠকের মতামত