ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ১৮ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় এবং নিয়ম ভঙ্গ করে পতাকা উত্তোলনের দায়ে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে ১৮টি মামলা করে চার হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন জানান, স্বাধীনতা দিবসে প্রতিটি সরকারি, বে-সরকারি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। পতাকা উত্তোলন না করে জাতীয় কর্মসূচিকে অবজ্ঞা করায় তাদের জরিমানা করা হয়েছে।
পাঠকের মতামত