ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলায় দু’টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নর-সিংহপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। এসময় দুটি ভাটায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সেলিম রেজা জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মোতাবেক বুধবার দুপুরে সদর উপজেলার নর-সিংহ পুর গ্রামের একতা ও সততা ব্রিক্স নামের দুটি ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো ও পরিবেশ নষ্ঠ করায় ইট প্রস্তুত সম্পর্কিত আইন ২০১৩ এর ৪ ও ৫ ধারা মোতাবেক ভাটা দুটিতে ৩৫ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
পাঠকের মতামত