
অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী ১লা এপ্রিল শুরু হবে। আজ সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আসামিপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোলভী ওয়াহিদুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে চার সপ্তাহের সময়ের আবেদন করে বাদী পক্ষের আইনজীবী বলেন, এ মামলার এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীনের পক্ষে আমি এসেছি। আমাদের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে এখন এ মামলার শুনানি করতে পারছেন না। তাই আমাদের সময়ের প্রয়োজন। আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে ১লা এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
পাঠকের মতামত