ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
দীর্ঘদিন লেখালেখির পর এবার ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জহুরুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সে উপজেলার বলিদাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ কারাদন্ডাদেশ প্রদান করেন।কালীগঞ্জ থানার এএসআই নাসির উদ্দীন জানান, মাদক বিক্রির সময় জহুরুল কে ১০ গ্রাম গাজাসহ বলিদাপাড়া থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে হলে আদালতের বিচারক মাদক ব্যবসায়ী জহুরুলকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদক বিক্রির অভিযোগে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
পাঠকের মতামত