প্রকাশিত: ১৫/০৯/২০১৩ ৬:১১ অপরাহ্ণ , আপডেট: ১৬/০৯/২০১৩ ৮:১৬ পূর্বাহ্ণ

সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বর ॥
কক্সবাজারের উখিয়া কুতুপালং উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণী এক ছাত্রীকে ইভটিজিং করায় ৩ বখাটেকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ১৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার রুমখাঁপালং গ্রামের দানু বড়–য়া পুত্র সকাল বড়–য়া (২০), বাবু বড়–য়ার পুত্র তিলক বড়–য়া (১৯) একই এলাকার সমিরন বড়ুয়া (২২) নামে ৩ বখাটে কুতুপালং পিএফ পাড়ার বেদু বড়–য়ার মেয়ে ভপ্পি বড়–য়া (১৫) কে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইউটিজিং করায় স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে কুতুপালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের হাতে তুলে দেন। পরে তিনি সহ স্থানীয় গণ্যমান্যরা ব্যক্তিবর্গ মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত