প্রকাশিত: ১৫/০৯/২০১৩ ৩:৩৭ অপরাহ্ণ
সিএসবি রিপোর্ট, ১৫ সেপ্টেম্বর ॥
উখিয়ায় মরিচ্যা যৌথবাহিনী চেকপোষ্ট বিজিবির জোয়ানরা, মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২শ পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার মুফিজের নেতৃতে টেকনাফ-কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালালে প্যাকেট মোড়ানো অবস্থায় সিটের নিচে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করেন। এছাড়া চেকপোষ্টে বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, সুপারি, সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে মরিচ্যা বিজিবি নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান। এসময় ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত