প্রকাশিত: ০১/০৩/২০১৫ ৯:৩০ অপরাহ্ণ
টেকনাফে গত ১ মাসে ১৯কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

Teknaf Pic-(A)-01-03-15
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে ৪২বিজিবি জওয়ানেরা সীমান্ত চৌকি ও চেকপোস্টে নিয়মিত এবং বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১শ ৪২টি পৃথক মামলায় ১৯ কোটি টাকার ইয়াবাসহ বিভিন্ন প্রকারের মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। এসব মামলায় ৪১জনকে আটক এবং ১৪ জনকে পলাতক আসামী করা হয়। তবে গত মাসের অভিযানে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ছিল উল্লেখযোগ্য।

বিজিবি ব্যাটেলিয়ন সুত্র জানায়, গত ০১ ফেব্রুয়ারী ২০১৫ তারিখ হতে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং পর্যন্ত ১২টি বিওপি ক্যাম্প ও ব্যাটেলিয়ন সদরের বিশেষ টহল দল নাফনদী, উপকূল, বসত-বাড়ি, সড়ক ও চেক পয়েন্ট সমুহে দায়িত্বরত জওয়ানেরা তল্লাশী অভিযান চালিয়ে ৫ লক্ষ ৬ হাজার ৮ শ ৭৮ পিস ইয়াবা বড়ির ৩১ মামলায় আটক-২৯ এবং পলাতক ১০ জন, ৩ হাজার ৩ হাজার ৬ শ ৩৮ ক্যান বিয়ারের ৭ মামলায় কোন আসামী না থাকলেও বোতল জাতীয় মদের ১৪ মামলায় আটক ১জন, ৩শ ৬২ লিটার চোলাই মদের ৮ মামলায় কোন আসামী নেই। সেবনযোগ্য ১ কেজি ৮শ গ্রাম গাঁজার ২ মামলায় আটক ১জন, ১শ ৫০ বোতল ফেন্সিডেলের ১টি মামলায় আটক-২ জন। ২ কোটি ৯৫ লক্ষ ৫৪ হাজার ৬ শ ৩৫ টাকার অন্যান্য চোরাচালান ৭৯টি মামলায় আটক-৮ এবং পলাতক ৪ জন আসামী। কোন মালয়েশিয়াগামী আটক না থাকলেও রোহিঙ্গা অনুপ্রবেশ এবং স্বদেশ ফেরত ছিল ৫ শ ৬ জন। এদের মধ্যে পুরুষ ৩ শ ৪১ জন, মহিলা ১ শ ১৬ জন এবং শিশু ৪৯ জন। মোট ১শ ৪২ মামলায় আটক-৪১ এবং পলাতক ১৪ জনকে আসামী করে পৃথক মামলা দায়ের করা হয়। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ সীমান্তে চোরাচালানসহ যাবতীয় অপরাধ দমনে বিজিবি জওয়ানেরা সর্বদা সর্তক রয়েছে।

টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবা ও বিয়ার উদ্ধার

সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের ইয়াবা বড়ি ও বিয়ার উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, ১মার্চ সকাল ৮টায় টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ঘোলার পাড়ায় পরিত্যক্ত বাথরুমের ভেতর হতে ১৮ হাজার পিস ইয়াবা বড়ি ও ৩২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৫৪লক্ষ ২হাজার ৫শ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ার পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...