ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের মিশন
এম বশর চৌধুরী উখিয়া (কক্সবাজার):
উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র মোঃ নুরুল ইসলাম (১৪) নামে এক শিশুকে সাগরপথে মালয়েশিয়া পাচারের পর মুক্তিপনের টাকা যথাসময়ে না পাওয়ায় পাচারকারী দালাল চক্রের লোকেরা মালয়েশিয়া উপকুলে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সে জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল গ্রামের দিন মজুর এখলাছ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের বড় ভাই মঈন উদ্দিন বাদী হয়ে ১ এপ্রিল (রবিবার) ৮ পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা স্থানীয় ভাবে চাউর হলে সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্যরা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মোটা অংকের মিশন নামে মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর বিকাল ৫টায় মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে শফিকুর রহমান (৫৫), আব্দুল হকের স্ত্রী খালেদা বেগম ও শাহ আলমের স্ত্রী আমিনা বেগম এবং স্থানীয় দালাল মৃত নুর আহম্মদের ছেলে কাদির হোছন (৪০) সহ সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্যরা স্কুল ছাত্র নুরুল ইসলাম কে ফুসলিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচার করে দেয়। পরবর্তীতে দালাল চক্রের লোকেরা ওই স্কুল ছাত্রকে মানব পাচারের দালাল শফিকুর রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ শাহ আলম (৩৩) ও আব্দুল হক (৩০) এর জিম্মায় আটক রেখে ২ লাখ টাকা দাবী করে। অসহায় দিন মজুর এখলাছ মিয়া সহায় সম্পত্তি বিক্রি করে পাচারকারীদের হাতে ছেলেকে মুক্ত করার জন্য ১ লাখ ৭০ হাজার টাকা প্রদান করে। বাকী টাকা যথা সময়ে দিতে না পারায় পাচারকারীরা স্কুল ছাত্রকে মালয়েশিয়া উপকুলে পিটিয়ে হত্যা করে।
এদিকে মোহাম্মদ শফির বিল গ্রামের ছৈয়দ হোছন (৪২) মোঃ আলী (৩২) মোঃ আজিজ সহ অসংখ্য মানুষের অভিযোগ মোহাম্মদ শফির বিল গ্রামের শফিকুর রহমান (৫৫), তার ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ শাহ আলম (৩৩), আব্দুল হক (৩০), আব্দুল হকের স্ত্রী খালেদা বেগম ও শাহ আলমের স্ত্রী আমিনা বেগম মৃত নুর আহম্মদের ছেলে কাদির হোছন সহ একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্যরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন গ্রাম থেকে স্কুল, কলেজ মাদ্রাসা পড়–য়া ছাত্রদের অপহরন করে ও ফুসলিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচার করে পরবর্তীতে মুক্তিপণের টাকা আদায় করে থাকে। এ কাজে সোনার পাড়ার কালা জমির, চেপটখালীর ফয়েজুর রহমান সিকদার, আবুল কালাম, জালিয়া পালংয়ের লাল বেলাল, কালা বেলাল, সোনাইছড়ির আবু ছিদ্দিক, মাদারবুনিয়ার আব্দুল জলিল সহ একটি পাচারকারী দল সহায়তা করার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিশ্চুক জালিয়া পালং ইউপির এক গ্রাম পুলিশ অভিযোগ করে জানান, উক্ত পাচারকারী দলের সদস্যরা গত কয়েক বছরের ব্যবধানে মোহাম্মদ শফির বিল গ্রামের শফি আলম, খোরশিদ আলম, মনজুর আলম, মোঃ আলম, আবুল মনজুর, মিজানুর রহমান, মুফিদ আলম সহ অসংখ্য লোককে সাগর পথে মালয়েশিয়া পাচার করে দেয়। পরবর্তীতে তাদের অভিবাবকদের নিকট থেকে কৌশলে মুক্তিপনের টাকা আদায় করে উক্ত টাকা দিয়ে পাচারকারী শফিকুর রহমান (৫৫) ও তার পুত্র বধু খালেদা বেগম এবং আমিনা বেগম নামে বেনামে অঢেল সম্পদ ক্রয় করেছে। তিনি আরো অভিযোগ করেন, থানা পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন পাচারকারীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
পাঠকের মতামত