জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লার ইট ভাটায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচ খালের শ শ গাছ কেটে পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শৈলকুপার লক্ষণদিয়া পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ায় শৈলকুপা থানায় মামলা করেছে পাউবো। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হাসেম খান জানান, পানি উন্নয়নবোর্ড আবাইপুর ইউনিয়নভুক্ত সেচখালের গাছ কাটার ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, আবাইপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের পাঁচপাখিয়া ব্রিজ থেকে গোলকনগর ব্রিজ পর্যন্ত সেচখালের উভয়পাড়ে লক্ষণদিয়া পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমিতির সদস্যদের লাগানো শ শ ইপিল ইপিল গাছ কেটে ফেলা হয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয় কুমিরাদহ গ্রামের রসিদ মোল¬া, তোফাজ্জেল মোল্লা , তপু মোল্লা, হিরন মোল্লা , সোহাগ মোল্লা অবৈধভাবে গাছ কেটে পার্শ্ববর্তী আমজাদ মোল্লা ইট ভাটায় দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তবে পাউবো কর্তৃপক্ষ সমিতির আবেদন পাওয়ার পর বে-নামি আসামি করে শৈলকুপা থানায় মামলা করেছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে পুলিশি হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমিতির সাধারণ সম্পাদক শহিদুল বিশ্বাসের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন মোল¬ার নির্দেশে খাল পাড়ে অবস্থিত গাছগুলো কেটে তার ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করেছে। অজ্ঞাত আসামি করায় ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার না করে সাধারণ মানুষ পুলিশি হয়রানির শিকার হতে পারে বলে এলাকাবাসী মনে করছে। তিনি অভিযোগ করেন পাউবো কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের নাম বাদ দিয়ে মামলা করার শর্তে মোটা অংকের অর্থ উৎকোচ নিয়েছেন। ইটভাটা মালিকের ছেলে সোহাগ মোল¬া জানান, কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হচ্ছে। এসব ইপিল ইপিল গাছ কোথা থেকে নিয়ে এসেছে সেটা ভাটা কর্তৃপক্ষের জানার কথা নয়। তাছাড়া ব্যবসায়ীদের জ্বালানি কাঠের উৎস জেনেও তাদের লাভ নেই। এ ব্যাপারে ইটভাটা মালিক চেয়ারম্যান আমজাদ হোসেন মোল¬া বলেন, পাউবোর অভিযোগ তিনি শুনেছেন, বিষয়টি নিয়ে কথা হয়েছে ভবিষ্যতে আর কোন প্রকার গাছপালা না কাটার ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। তবে চেয়ারম্যানের মদদপুষ্ট সাঙ্গ-পাঙ্গরা গাছ কেটে ভাটায় দিয়েছে এমন অভিযোগ তিনি অস্বীকার করেন। শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, আবাইপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে সমিতির লাগানো গাছ কাটার ব্যাপারে মামলা করা হয়েছে। তবে সমিতির পক্ষ থেকে চিহ্নিত নামসহ অভিযুক্ত ব্যক্তিদের নাম বাদ দেয়ার বিষয়ে তিনি মুখ খুলতে নারাজ। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম.এ হাসেম খান বলেন, পানি উন্নয়ন বোর্ড আবাইপুর ইউনিয়নভুক্ত সেচখালের গাছ কাটার ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছে।
প্রকাশিত: ০১/০৩/২০১৫ ২:১৫ অপরাহ্ণ
পাঠকের মতামত