সিএসবি ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রংপুরে যাত্রা প্রাক্কালে বগুড়া সার্কিট হাউজে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। তিনি বলেন, তারা জানেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ব্যাপক ভরাডুবি হবে। তিনি আরও বলেন, দেশের ৯০ ভাগ জনগণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। সে জন্য সারা দেশে যাচ্ছি, কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়? বেগম খালেদা জিয়া বলেন, এ সরকার জনগণের হয়ে কাজ করে না। দলীয়ভাবে চিন্তা ভাবনা করে। তাই দেশের মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন রক্ষার জন্য আন্দোলনে নেমেছি। তিনি আরও বলেন, বগুড়ার উন্নয়নে বিগত সময়ে ব্যাপক কাজ করেছি। কিন্তু এ সরকার কোন উন্নয়ন করেনি। বগুড়া বলেন, ফেনী বলেন, বিএনপি যেখানে নির্বাচিত হয়েছে সেখানে কোন কাজ করেনা এ সরকার। বেগম খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজ থেকে ১১.৪৫ মিনিটে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সার্কিট হাউজ থেকে শুরু করে বগুড়ার মাটিডালী বিমানমোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বক্তব্যের আগে বগুড়া জেলা বিএনপি’র পক্ষ থেকে সভাপতি ভিপি সাইফুল ইসলাম বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে তাকে একটি ক্রেস্ট প্রদান করেন। রোববার বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় সার্কিট হাউজে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হবে না। এ দাবি জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা দেশের প্রতি অঞ্চলে জনগণের কাছে যাচ্ছি। জনসভা করছি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনে নরসিংদীর পর এবার রংপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। জনসভা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। সভার কার্যক্রম শুরু হবে দুপুর ২টায়। আমরা আশা করছি, আজ এখানে স্মরণকালে মধ্যে সবচেয়ে বেশি লোকসমাগম ঘটবে। উত্তরাঞ্চলে এই সফর উপলক্ষে শনিবার বিকালে গুলশানের বাড়ি থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন। বগুড়া সার্কিট হাউজে রাত কাটিয়ে বেলা ১১টা ৫০ মিনিটে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। রংপুরের পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী সমবেত হন। নানা বয়সের নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তিনি শেষবার রংপুর এসেছিলেন ১৯৯৬ সালের আগষ্টে। ওই সময় জাতীয় সংসদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন তিনি। এরপর অষ্টম ও নবম সংসদ নির্বাচনের সময় রংপুরের ওপর দিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও গেলেও রংপুরে কোনো জনসভা করেননি। প্রধানমন্ত্রী থাকার সময় ২০০৬ সালের অক্টোবরে লালমনিরহাট যাওয়ার পথে মাত্র ঘণ্টার জন্য রংপুর থেমে কালেক্টরেট ভবনের ভিত্তিস্থাপন করেন তিনি। রংপুরের জনসভা শেষে বগুড়া ফিরে আসবেন বিরোধীদলীয় নেতা। সার্কিট হাউজে রাত যাপনের পর সোমবার সড়ক পথে রাজশাহী যাবেন। সেখানে স্থানীয় মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
প্রকাশিত: ১৫/০৯/২০১৩ ৯:৪১ পূর্বাহ্ণ
পাঠকের মতামত