প্রকাশিত: ২৪/০২/২০১৫ ১১:৩১ পূর্বাহ্ণ

সাদ্দাম হোসাইন,হ্নীলা:
টেকনাফের হ্নীলায় আন-রেজিষ্টার্ড রোহিঙ্গা বস্তিতে স্বশস্ত্র মুখোশধারী ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকার ও ল্যাপটপ লুট করেছে। এ সময় তাদের গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৩ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহর পৌনে ১টারদিকে মুখোশধারী স্বশস্ত্র ৬/৭ জনের একটি ডাকাত দল টেকনাফের হ্নীলা আন-রেজিষ্টার্ড লেদা রোহিঙ্গা বস্তির এ-ব্লকের আব্দুল হাকিমের ৯/১০ ও চেয়ারম্যান হাফেজ আইয়ুবের ১১/১২ নং শেডে লুটপাট চালিয়ে যথাক্রমে ৩ জোড়া এবং ২জোড়া কানের দুলসহ মূল্যবান কাপড় চোপড় নিয়ে যায়। এ সময় বস্তির চেয়ারম্যান বাড়িতে ছিলনা। চেয়ারম্যান হাফেজ আইয়ুবকে হামলার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে সে আশংকা করছে। লোকজন ডাকাতির ঘটনা জানতে পেরে জড়ো হতে চাইলে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে বীরদর্পে চলে যায়। এতে ই-ব্লকের ৩৯ নং শেডের মোহাম্মদ সিরাজের নামে এক ব্যক্তির পিটে চরকা গুলির বুলেট বিদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...