প্রকাশিত: ২৪/০২/২০১৫ ১১:২৪ পূর্বাহ্ণ

এম.দুলাল মিয়া, উখিয়া:
উখিয়ায় অভিনব কায়দায় ভেজাল নোট ব্যবহার করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা এক মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।
জানা যায়, উখিয়ার মরিচ্যা বাজারে ক্রেতা সেজে ভেজাল নোট ব্যবহার করার সময় কক্সবাজারের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ হাফেজের স্ত্রী পাখি (৪০) কে আটক করে হলদিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। খবর পেয়ে উখিয়া থানার এস.আই হাকীম সঙ্গীয় ফোর্স সহ উক্ত মহিলাকে তল্লাসী করে একহাজার টাকা মুল্যের এগারটি ভেজাল নোট উদ্ধার করে। তিনি ইতিপূর্বে মরিচ্যা বাজারে মাছ ব্যবসায়ী কাসেম কে ভেজাল নোট প্রদান করেছিলেন বলে সুত্রে প্রকাশ রয়েছে। উক্ত মহিলা ভেজাল নোট সরবরাহ ও ব্যবহারকারীর অন্যতম গডমাদার বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা কালীন সময়ে জালনোট ব্যবহারকারীর প্রধান হোতা পাখি (৪০) কে উখিয়া থানায় সোপর্দের মাধ্যমে জেলহাজতে প্রেরণ সহ সংশ্লিষ্ট ধারায় মামলার রুজুর প্রক্রিয়া চলছে বলে এস.আই হাকীম সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...