প্রকাশিত: ২২/০২/২০১৫ ২:১৪ অপরাহ্ণ

camp_64403
সিএসবি২৪.কম ॥
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

উপজেলার সাদনপুর ইউনিয়নের লটকন পাহাড় এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে তিনি আটকদের নাম ও কী কী অস্ত্র উদ্ধার করা হয়েছে তা জানাতে পারেননি।

তিনি জানান, আটকদের র‌্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত