বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
কক্সবাজারে শহরে নাশকতা চালাতে বারবার কৌশল পরিবর্তন করছে জামায়াত-শিবির। তবে অবরোধ শুরুর পর থেকে শহর জুড়ে পুলিশের কঠোর অবস্থানের কারণে শুধুমাত্র ঝটিকা ১/২ মিনিটের মিছিল ছাড়া কিছুই করতে পারেনি জামায়াত-শিবির কিংবা বিএনপির নেতাকর্মীরা। কৌশলের পরিবর্তনের অংশ হিসেবে সর্বশেষ ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় হঠ্যাৎ জয় বাংলা শ্লোগানে শহরের রক্ষিত মার্কেট এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে শিবির কর্মীরা। তবে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম, অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের হস্তক্ষেপে বড় ধরণের কোন ঘটনা ঘটাতে পারেনি তারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান-ওসি হিসেবে কাজী মতিউল ইসলাম যোগদান করার পর থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়েও শান্তি ফিরে এসেছে। ফলে বড় ধরণের কোন নাশকতা ঘটাতে সক্ষম হচ্ছে না জামায়াত শিবিরের নেতাকর্মীরা। আর এটি বজায় রাখার জন্য সকলের সহযোগিতাও চেয়েছেন ওসি কাজী মতিউল ইসলাম।
প্রকাশিত: ২০/০২/২০১৫ ৮:৩৮ অপরাহ্ণ
পাঠকের মতামত