
অনলাইন ডেস্ক:
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেছে টাইব্যুনাল।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করেন। এখন মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে, বুধবার রাত ৮টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কার্যালয়ে নিয়ে আসা হয়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান পূর্ণাঙ্গ রায় গ্রহণ করেন।
আইন অনুযায়ী এ রায়ের ভিত্তিতে ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে তা কারাগারে পাঠানো হচ্ছে।কারাগারে রায়টি পৌছালে বিষয়টি কামারুজ্জামানকে পড়ে শোনাবেন কারা কর্তৃপক্ষ।
এরপর আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি-না অথবা রিভিউ আবেদন করবেন কি-না তা আসামির কাছে জানতে চাওয়া হবে।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য ১৫ দিনের সময় পাবেন কামারুজ্জামান। বিডি-প্রতিদিন
পাঠকের মতামত