প্রকাশিত: ১৯/০২/২০১৫ ১১:৫৬ পূর্বাহ্ণ , আপডেট: ১৯/০২/২০১৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত-১

Crime1
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে বিজিবি সদস্য ও মাদক পাচারকারী দলের সঙ্গে বন্দুকযুদ্ধে হোসেন আহম্মদ নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলার আলীখালীর বেড়ীবাধঁ সংলগ্ন লবণের মাঠ এলাকায়।

নিহত হোসন আহম্মদ(২৮) একই এলাকার মৃত মোজাহের মিঞার পুত্র।
11001760_1558511134430581_5733504031972395115_n
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলার আলীখালীর বেড়ীবাধঁ সংলগ্ন লবণের মাঠ এলাকায় ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ মাদক পাচারকারী দল ইয়াবা বিশাল চালান খালাসের অপেক্ষায় ছিল। এসময় বিজিবি-৪২ সদস্যরা টহলরত সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারী দল বন্দুক, দা-কিরিচ নিয়ে তাদের ওপর হামলা চালায়। বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে হোসেন আহম্মদ নামের মাদক পাচারকারী দলের সদস্য রক্তাক্ত হয়ে টেকনাফ হাসপাতালে ভর্তি হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিজিবি সেক্টর কমান্ডার টেকনাফে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ জানাবেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...