মাহমুদুল হক বাবুল, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার সর্বত্রে ইয়াবা সম্রাটদের দুর্রত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকার ছাত্র ও যুব সমাজ ধ্বংসের দিকে ঢেলে পড়েছে।
জানা যায়, উখিয়া থানা পুলিশ ও এক শ্রেণীর রাজনীতিবিদকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মরণ নেশা ইয়াবা সংগ্রহ করে উপজেলার পালংখালী, বালুখালী, থাইংখালী, কুতুপালং ষ্টেশন, উখিয়া সদর, মালভিটাপাড়া, ঘিলাতলী থানা সংলগ্ন বড়–য়াপাড়া, কোটবাজার, মরিচ্যা, সোনারপাড়াসহ বিভিন্ন জায়গায় ইয়াবা সম্রাটরা আস্তানা গড়ে তুলে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে এ জমজমাট ইয়াবা ব্যবসা। এ ইয়াবা সম্রাটদের হাত থেকে রক্ষা পাচ্ছে না এলাকার উঠতি বয়সী ছাত্র ও যুব সমাজরা। ধবংস হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ ইয়াবা গডফাদারদের বিরুদ্ধে এলাকার কোন সচেতন মহল প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে অমানবিক, অত্যচার, নির্যাতন ও মিথ্যা মামলা। ওই ইয়াবা গডফাদারদের সাথে থানা পুলিশের সম্পর্ক ভালো থাকায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। উখিয়ার ঘিলাতলী এলাকার আব্দুল করিম ড্রাইভার বলেন, মাদক ও ইয়াবা সম্রাট নামে খ্যাত মুবিন প্রকাশ লালু মাস্তানের আস্তানায় দিন দুপুরে ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের অত্যচারে আমরা অতিষ্ট হওয়ার পাশা-পাশি এলাকা ছাড়ার অপক্রমে পরিণত হয়েছি। এ লালু মাস্তানের বিরুদ্ধে থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অনেক বার শালীসে দেওয়ার পরও প্রশাসন লালু মাস্তানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা না নেওয়ায় তার এ ইয়াবা ও মাদক ব্যবসা আরো বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। তিনি সাংবাদিকদেরকে অভিযোগ করে আরো বলেন, সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখে কোন দিন কিছু করতে পারবে না। কারণ আমি থানা পুলিশকে মাসিক মাশুয়ারা দিয়ে আমার এ ব্যবসা চালিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, ওই ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া এলাকার মুফিজের পুত্র জাহাঙ্গীর (২৮), উখিয়া সদর ঘিলাতলী এলাকার নূর আহমদের পুত্র মুবিন প্রকাশ লালু মাস্তান, থাইংখালী তাজনীমারখোলা এলাকার হাজী মোঃ হোছনের পুত্র জয়নাল (৩০) একই এলাকার মৃত ইউসুপ আলী পুত্র মনু (৩০), থাইংখালী রহমতের বিল এলাকার জাফর মিস্ত্রির পুত্র আবুল হাশেম (৩০), সুলতান আহমদের জামাল উদ্দিন (২৮), মৃত আলী আহমদের পুত্র আবুল আজিম (৩০), হাকিম পাড়া গ্রামের ধইল্ল্যা ড্রাইভার (৩২), বালুখালী শিয়াল্যাপাড়া এলাকার আকবর আহমদ (৪০), থাইংখালী কোনারপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র মির কাশেম (৪০), পালংখালীর বটতলীর পাগল মার্কেট এলাকার মোক্তার মাষ্টারের পুত্র আব্দুস সাত্তার সহ আরো ১০/১২ জনের একটি সিন্ডিকেট গঠন করে দেশের বিভিন্ন জায়গায় এ ইয়াবা পাচার করে থাকে। এ ইয়াবা পাচার কাজে এই কুখ্যাত সম্রাটরা উঠতি বয়সী স্কুল ও কলেজ পড়–য়া ছাত্রদেরকে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচারে নিয়োজিত করে ধ্বংস করছে তাদের উজ্জ্বল ভবিষ্যত জীবনকে। এ ব্যাপারে থানা পুলিশের ওসি জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে ওই ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবসা নেওয়া হবে।
প্রকাশিত: ১৮/০২/২০১৫ ৬:১৩ অপরাহ্ণ
পাঠকের মতামত