এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক সন্তানের জননীকে গলাটিপে হত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, সোমবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের সফিকুল ইসলামের পুত্র মোঃ আনোয়ার হোসেন (২২) ও তার স্ত্রী বিউটি বেগম (২০) এর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে এক পর্যায়ে স্বামী আনোয়ার স্ত্রীর গলা চিপে ধরলে বিউটি বিছানায় মারা যান। পরে কান্নাকাটির চিৎকার শুনে এলাকাবাসি বাড়িতে যায় এবং আটোয়ারী থানায় খবর দিলে পরদিন সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনা স্থলে যান এবং ছেলে ও তার বাবাকে থানায় ধরে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলচ্ছে।
এদিকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন যে, হত্যা হলেও বিষয়টি একটু রহস্যজনক আছে তবে মামলা হচ্ছে মামলা হলেই আরো তদন্ত করে বিষয়টি সম্পুর্নভাবে নিশ্চিত হওয়া যাবে। #
প্রকাশিত: ১৭/০২/২০১৫ ৭:১৬ অপরাহ্ণ
পাঠকের মতামত