প্রকাশিত: ১৬/০২/২০১৫ ১২:০৫ অপরাহ্ণ

petrol-bomb-300x201
জাহিদুর রহমান, ঝিনাইদহ :
বর্তমান সময়ের আলোচিত ও অতি পরিচিত এবং আতঙ্কের একটি নাম পেট্রোল বোমা। মানুষকে মুহূর্তের মধ্যেই ঝলসে দেয়া হচ্ছে পেট্রোল বোমার সাহায্যে। কিন্তুু কি এই পেট্রোল বোমা? কিভাবে এল এটা? ১৯৩৯ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ উঠে যে তারা ফিনল্যান্ড আক্রমন করে (২.৫দ্ধ.৯০) মিটারের বিশাল বিশাল ক্লাস্টার বোমা দিয়ে। তবে তৎকালীন রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী মলটভ রেডিও বেতারে ব্যাপারটা অস্বীকার করেন এবং বলেন যে, “শত্রুরা যেটা বোমা বলে প্রচার চালাচ্ছে তা আসলে বোমা না, তার সরকার আকাশপথে ক্ষুধার্ত ফিনল্যান্ডবাসীদের জন্য খাবারের ঝুড়ি ফেলছে যা অনেকটা বোমার মতোই দেখতে। পরবর্তীতে এই ক্লাস্টার বোমা গুলো মলটভ ব্রেড বাস্কেট নামে পরিচিতি পায়। পাল্টা জবাবে ফিনিশরা ঠিক করলো তারাও সোভিয়েতদের এমন কিছু উপহার দিবে যা হবে ব্রেড বাস্কেটস বা রুটির ঝুড়ি গুলোর মতোই অপরিহার্য এবং সামযস্যপূর্ন। ককটেল এর ইংলিশ মানে হলো এলকোহল জাতীয় দুই বা ততোধিক দ্রবণ মিশিয়ে নতুন কিছু একটা আকর্ষনীয় পানীয় তৈরী করা। সেজন্যই ফিনিশরা তখন সোভিয়েত ট্যাঙ্কগুলোর উপর মলটভ ককটেল ছোড়া শুরু করলো। এই মলটভ ককটেলই হলো আজকের যুগের ”পেট্রোল বোমা”

পাঠকের মতামত