প্রকাশিত: ১৫/০২/২০১৫ ১০:১০ অপরাহ্ণ
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা নাফনদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত ইয়াবা বড়ির চালান জব্দ করেছে। সুত্র জানায়,১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা পৌর এলাকার নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদীতে টহল দেওয়ার সময় কিনারায় পরিত্যক্ত একটি ইয়াবার পুটলা পাওয়া যায়। তা পরে গণনা করে ১০হাজার ৫শ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ শহীদ জানান।
পাঠকের মতামত