প্রকাশিত: ১৫/০২/২০১৫ ১২:৩৮ অপরাহ্ণ
উপকুলীয় সংবাদদাতা ॥
উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তারা অভিযান চালিয়ে মোস্তাক নামের এক ব্যক্তিকে আটক করার খবর পাওয়া গেছে। জানা যায় ১৪ ফেব্র“য়ারী ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়া পালং ইউয়িনের মো: শফিরবিল গ্রামের বদরুজ্জামানের পূত্র জিআর মামলা ২৪/১৩ এর পলাতক আসামী মোস্তাককে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তবে পুলিশ একই সাথে ইয়াবা সহ রাজাপালং ইউনিয়নের আবুল আলা নামে এক ব্যক্তিকে আটক করলেও রহস্য জনক কারনে ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করায় সাধারণ জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত