সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে উদ্ধার হওয়া টেকনাফের শিক্ষার্থী অপহরণকারী চক্রের প্রধান হোতা আলমগীরকে পুলিশ গ্রেফতার করেছে। ১১ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৭ টায় ঈদগাঁও বাসস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের প্রধান হোতা আলমগীরকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ঈদগাঁওস্থ ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী থেকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ইউনিয়নের জেলে পাড়ার কামাল হোসেনের ছেলে ফয়েজুর রহমান নামের অপহৃত হাফেজ খানার এক শিক্ষার্থীকে স্থানীয় ইউপি সদস্য ও জনতার সহযোগিতায় পুলিশ আটক করে। এসময় অপহরনে জড়িত শরীফ ও পরে মুক্তিপণ দেয়ার কথা বলে পুলিশ ঈদগাঁও ইসলামী ব্যাংকের সামনে থেকে উক্ত অপহরণ চক্রের অন্যতম হোতা চকরিয়াস্থ বানিয়ার ছড়ার মোহাম্মদ ইউছুপের স্ত্রী ইসমত আরাকে ও আটক করে। এলাকার লোকজনের দাবী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলেই এ অপহরণ ঘটনার পাশাপাশি ঈদগাঁও সংলগ্ন পাহাড়ি এলাকা ঈদগড় ও বাইশারীতে প্রতিনিয়ত যে অপহরণ ও গুমের ঘটনা ঘটে চলছে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশিত: ১২/০২/২০১৫ ৪:৩০ অপরাহ্ণ
পাঠকের মতামত