
মো: রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক জামায়াত নেতা মাও. ফাজেল ইবনে শরীফ জেল গেটে ফের গ্রেফতার হয়েছে। ১১ ফেব্র“য়ারী কক্সবাজারের একটি আদালত থেকে জামিনে বেরিয়ে আসার সময় পুলিশের দায়েরকৃত নতুন একটি মামলায় তাকে আটক করা হয় বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তার পুত্র লায়েক ইবনে ফাজেলের সাথে যোগযোগ করলে তিনি জানান, ৫ ফেব্র“য়ারী বাদে মাগরিব কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হবার সময় থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে ২০১৫ সালে কক্সবাজারে সংঘটিত ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় শ্যোন এরেষ্ট দেখানো হয়। উক্ত মামলায় পুলিশ তার ৫ দিনের রিমান্ড চাইলেও আদালত তা না মনজুর করে। এদিকে কক্সবাজার সদর ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ১১ ফেব্র“য়ারী জামিনে বের হওয়ার প্রাক্কালে পুলিশ ২০১৪ সালে কক্সবাজারে সংঘটিত ভাংচুরের অপর একটি মামলায় পুনরায় পুলিশ শ্যোন এরেষ্ট দেখালে তাকে আর বের করা সম্ভব হয়নি। আটক ফাজেল ঈদগাঁওর চাঁন্দের ঘোনার বাসিন্দা।
পাঠকের মতামত