প্রকাশিত: ১১/০২/২০১৫ ৫:৪০ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি ॥
সারাদেশের মত পর্যটন জেলা কক্সবাজারেও হরতাল-অবরোধের নামে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃংখলা বাহিনী। এদিকে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে বিএনপি-জামায়াত-শিবিরের সাড়ে ৩’শ জনকে চিহিৃত করেছে প্রশাসন। আর সে সূত্র ধরে প্রতিদিন চালানো হচ্ছে অভিযান। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়-৫ জানুয়ারী থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালে কৌশলে নাশকতা চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর-অগ্নিসংযোগ, পেট্রল বোমা কিংবা ককটেল নিক্ষেপ আবার কখনো আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপরও হামলা চালাচ্ছে হরতাল-অবরোধকারীরা। সর্বশেষ ৯ ফেব্রুয়ারী বিকেলে শহরের বাজারঘাটা এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের একটি জীপগাড়িসহ ৫ টি যানবাহনে হামলা-ভাংচুর চালানো হয়। এর পর থেকে আরো বেশী নড়েচড়ে বসে প্রশাসন। আর এরপর বিজিবি-পুলিশ-র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে জেলার ৮ উপজেলায় নাশকতায় জড়িত এবং পরিকল্পনাকারি হিসেবে সাড়ে ৩’শ জনকে চিহ্নিত করে তালিকা করেছে প্রশাসন। তালিকার অধিকাংশই বিএনপি-জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদের মধ্যে শহর ও সদর এলাকায় নাশকতাকারীর সংখ্যা সবচেয়ে বেশি যার সংখ্যা প্রায় ১৬০ জনের কাছাকাছি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ নাশকতা কিংবা পরিকল্পনাকারি কাউকে ছাড় না দেয়ার প্রত্যয় ব্যক্ত করে এদের আটকে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...