প্রকাশিত: ১১/০২/২০১৫ ১২:২৪ অপরাহ্ণ

hamla Pic
এম বশর চৌধুরী উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের উপর্যপুরী চুরিকাঘাতে গুরুতর আহত কক্সবাজার সরকারী কলেজের ছাত্র ইকবাল হোসেন (২২) এর জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। তাকে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৯ ফেব্র“য়ারী বিকাল ৩ টায় মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে টাইপালং ব্রিজ এলাকায় পৌছলে পূর্ব শত্র“তার জের ধরে টাইপালং গ্রামের আলী মেম্বারের ছেলে মোঃ রাজিব (২০) হাজী আব্দুস ছালামের ছেলে মোস্তফিজুর রহমান (২১), মৌলভী আব্দুর রহিমের ছেলে মোঃ নিব্র“জ (২৩), নুরুল হকের ছেলে মোঃ আনোয়ার ইসলাম (২২) সহ একদল সন্ত্রাসী তাকে এবং তার সহপার্টি মোঃ নুরুল আলম ভুলু (২৬) কে মারধর মটর সাইকেল ভাংচুর করে। এসময় কলেজ ছাত্র ইকবাল হোসেন (২২) প্রাণভয়ে পার্শ্ববর্তী ছৈয়দ করিম মাষ্টারের বসত বাড়ীতে আশ্রয়ের জন্য প্রবেশ করলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তলপেটে উপর্যপুরী চুরিকাঘাত করে। হাসপাতালের কর্তব্যরত চিকৎসকরা জানান, চুরিকাঘাতে আহত কলেজ ছাত্র ইকবাল হোসেন (২২) এর জীবন সংকটাপন্ন। তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে আহত কলেজ ছাত্রের নানা মোঃ শফি সিকদার জানান, তার নাতী ইকবাল হোসেন (২২) কক্সবাজার সরকারী কলেজে অধ্যয়ন করে উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন দেখায় সন্ত্রাসীরা তার স্বপ্ন নস্যাৎ করার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...