প্রকাশিত: ১১/০২/২০১৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

সিএসবি২৪.কম ॥
উখিয়া থেকে অপহৃত তিন বছরের শিশু আজিজকে ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

র‌্যাব জানায়, কামরাঙ্গীরচর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। উখিয়া থেকে গত ২৮ জানুয়ারি সে অপহৃত হয়।

র‌্যাবের মিডিয়া এ্যান্ড লিগাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সকাল ১১টায় র‌্যাব-১০ এর লালবাগের ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

তিনি বিস্তারিত কিছু আর জানাতে রাজি হননি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...