প্রকাশিত: ০৯/০২/২০১৫ ৩:২১ অপরাহ্ণ

মাহমুদুল হক বাবুল উখিয়া:
২০ দলীয় জোটের টানা অবরোধে উপকুলীয় পর্যটন এলাকা ইনানীর হোটেল ও কটেজ গুলোতে থেমেনি অনৈতিক কর্মকান্ড ও মাদক ব্যবসা। এ অনৈতিক কর্মকান্ডে এলাকার ছাত্র ও যুব সমাজ ধ্বংসের মুখে।

জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু ব্রীজ এলাকা থেকে শুরু করে মনখালী পর্যন্ত প্রায় অর্ধশতাধিক আবাসিক হোটেল ও কটেজ রয়েছে। ওই হোটেল গুলোতে স্থানীয় চি˝িত দালালেরা টেকনাফ থেকে মরণ নেশা ইয়াবা মাদক সংগ্রহ করে হোটেল গুলোতে মজুদ করে জেলার বিভিন্ন অঞ্চলে পাচার ও আসর গড়ে তোলে বলে জানা গেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্থানীয় দালাল ও কটেজ মালিকরা জেলার বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী যুবতীদেরকে কুশলীয়ে হোটেল ও কটেজে নিয়ে এসে তাদেরকে জিম্মি করে তাদেরকে বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ডে লিপ্ত করে। মনখালী এলাকার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মুছা বলেন, হোটেল ও কটেজে অনৈতিক কর্মকান্ড এলাকায় ছড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, হোটেল মালিক ও দালালরা ইনানী পুলিশ ফাঁড়ি ও উখিয়া থানা পুলিশকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে এ অনৈতিক কর্মকান্ড দেদারছে চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ছেপটখালী মাদারবনিয়া গ্রামের আজিজুর রহমানের মেয়ে সারেফা বেগম (৩০) নতুন করে ইয়াবা ও দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে। রূপ, যৌবন ও সুন্দরের কারণে এলাকার উঠতি বয়সের তরুণরা তার যৌন আক্রোশের শিকার হচ্ছে। এলাকার ইয়াবা গডফাদারদের সাথে সখ্যতা গড়ে তুলে সুন্দরী সারেফা বেগম ইতিমধ্যে কক্সবাজার জেলা শহরে বেশ কয়েকটি চালান সরবরাহ করে দিয়েছে বলে তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে। শুধু তাই নয় কথিত সারেফার রয়েছে একাধিক স্বামী। তৎমধ্যে তুমব্র“র নূর মোহাম্মদ, মাদারবনিয়ার সোলতান আহমদের ছেলে হেলাল উদ্দিন। ইতিমধ্যে তাদেরকে ডিভোর্স দিয়ে উঠতি বয়সের যুবকদের নিয়ে গড়ে তুলেছে পতিতার আস্তানা। এ সারেফার আস্তানায় নিয়মিত যাতায়াত করে থাকে এলাকার চি˝িত চোর, ডাকাত, ইয়াবাসেবী, মানবপাচারকারী দালালসহ বিভিন্ন প্রকার লোকজনের। মূলত এসব লোকজনের মনোরঞ্জনের জন্যই দেহ ব্যবসায়ী সারেফার এ আয়োজন। এছাড়াও সারেফা বিভিন্ন প্রভাবশালী টাকা ওয়ালা লোকজনকে তার ছলনার ফাঁেদ ফেলে অর্থকড়ি হাতিয়ে নিয়ে বিভিন্ন হয়রানীর মাধ্যমে অসংখ্য খদ্দেরকে পথে বসিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এব্যাপারে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত পূর্বক হোটেল ও কটেজ মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...