প্রকাশিত: ০৭/০২/২০১৫ ৭:৪৯ অপরাহ্ণ

M.H Babul Ukhiya-07-02-2015
মাহমুদুল হক বাবুল উখিয়া, (কক্সবাজার)::
কক্সবাজারের উখিয়ার উপকুলীয় মানবপাচার রেজিয়া আক্তার ওরফে ম্যাডাম মক্ষীরাণী পরিবারের নিয়ন্ত্রণে চলছে মানবপাচার কাজ।
জানা যায়, সম্প্রতি কক্সবাজারের ডিবি পুলিশ ও থানা পুলিশের হাতে উখিয়ার উপকুলীয় এলাকার শীর্ষ মানবপাচারকারীর নামে খ্যাত ম্যাডাম রেজিয়া আক্তার ওরফে মক্ষীরাণী, তার স্বামী নুরুল কবির ও জমির আহমদ ওরফে কালা জমির গ্রেপ্তার হলেও উপকুলীয় সাগর পথে মালয়েশিয়া মানবপাচার কাজ মুহুর্তের জন্য থেমেনি। তাদের গ্রেপ্তারের পর থেকে মালয়েশিয়া মানবপাচারের হাল ধরেন ম্যাডাম মক্ষীরাণীর দেবর সোনার পাড়া গ্রামের কালা মাতুর পুত্র মোসলেম উদ্দিন ওরফে দালাল মোসলেম, মক্ষীরাণীর সৎ ভাই রেজু বিজিবি ক্যাম্পের সোর্স নামধারী শাহজালাল প্রকাশ জালাল দালাল ও জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের মৃত নজির আহমদের পুত্র আব্দুল হক প্রকাশ ভুট্টো দালালের নিয়ন্ত্রণে পুরো উপকুলীয় সাগর পথে বিভিন্ন পয়েন্ট দিয়ে থানা পুলিশ ও বিজিবির চোখকে ফাঁকি দিয়ে দেদারছে চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ার এ মানবপাচার কাজ। ওই মানবপাচার কাজে তাদেরকে কেউ কোন প্রকার বাঁধা প্রদান করলে ওই গডফাদারেরা থানা পুলিশকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে তাদেরকে মানবপাচারের মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানী করে থাকে বলে এলাকাবাসী অভিযোগ করে বলেন। শুধু তাই নয়, সম্প্রতি সোনাপাড়া এলাকার মানবপাচারকারীর অন্যতম গডফাদার ম্যাডাম রেজিয়া আক্তার রেবি জেল থেকে জামিনে মুক্ত হয়ে তার পাচার কাজে বাঁধা দেওয়ায় ডাক্তার হামিদকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছিল। ওই সিন্ডিকেটের হামলা ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকার সাধারণ নিরীহ মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছে। তাদের হাত থেকে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ও পর্যটকরাও রক্ষা পাচ্ছে না। তারা দেশের বিভিন্ন অঞ্চলে থেকে লোক সংগ্রহ করে জালিয়াপালং ইউনিয়নের অস্থায়ী এয়ারপোর্ট নামে খ্যাত সোনাইছড়ির বাদামতলী এলাকা দালালদের বিভিন্ন বাড়ি মজুদ করে রেখে রাতের আধাঁরে এ পাচার কাজ চালিয়ে থাকে। এব্যাপারে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম বলেন, মানবপাচারের দালালদের ব্যাপারে একাধিক মামলা রুজু হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...