প্রকাশিত: ০৫/০২/২০১৫ ৯:২৩ অপরাহ্ণ
উখিয়ায় এক যুবককে চুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই

pic abdullah 5.02.2015
এম বশর চৌধুরী উখিয়া:
উখিয়ার রুমখা মনির মার্কেট এলাকায় মাদকাসক্ত সন্ত্রাসীরা মোঃ আব্দুল্যাহ (২৩) নামে এক যুবকে চুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪ ফেব্র“য়ারী (বুধবার) রাত ৮টায় মনির মার্কেট এলাকায এ ঘটনা ঘটে। আহত যুবক পূর্ব পাইন্যাশিয়া চর পাড়া গ্রামের কাদির হোছনের ছেলে। তাকে আশংকা জনক অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে জনান, রুমখা মনির মার্কেট এলাকার মহি উদ্দিন (২৪), আলা উদ্দিন (২৬), মোঃ সেলিম (২১) মাহমুদুল হক প্রঃ পকেটমার মাদুলিক্কা (৫০) ও মোঃ মামুন (৩১) সহ একটি সন্ত্রাসী গ্র“প রুমখা মনির মার্কেট এলাকায় উৎপেতে থাকে। তারা সুযোগ বুঝে বিভিন্ন লোকজনের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত যুবক মোঃ আব্দুল্যাহর বড় ভাই আবু তাহের জানান, উক্ত সন্ত্রাসীরা তার ভাইকে চুরিকাঘাত করে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...