প্রকাশিত: ০৫/০২/২০১৫ ৯:১৭ অপরাহ্ণ
হ্নীলায় ২ কোটি ১০ লক্ষ টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

Teknaf Pic (b) 5-2-15
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২কোটি ১০ লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা বড়ির চালান জব্দ করেছে।
সুত্র জানায়, ৫ফেব্রুয়ারী সকাল সাড়ে ৪টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অপস অফিসার নাজমুস সাদাত সৌম্যের উপস্থিতিতে ও লেদা বিওপির কোম্পানী কমান্ডার আতাউর রহমান আলীখালী মধূমতি সল্টমিল ও ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করার চেষ্টা করলে কৌশলে চালান ফেলে সে পালিয়ে যায়। পরে তা উদ্ধার করে ব্যাটেলিয়ন সদরে গণনা করে ৭০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ২কোটি ১০ লক্ষ টাকা। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...